• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নির্বাচনী সংস্কারে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের 

কলকাতা, ২ ফেব্রুয়ারি, নির্বাচনী সংস্কারের   পথে বড় পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে এবার থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করবে তিন সদস্যের কমিটি।এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী , সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে রায় দিতে

কলকাতা, ২ ফেব্রুয়ারি, নির্বাচনী সংস্কারের   পথে বড় পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে এবার থেকে নির্বাচন কমিশনার নিয়োগ করবে তিন সদস্যের কমিটি।এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী , সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে রায় দিতে গিয়ে জানিয়েছে, সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে তিন সদস্যের কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে। তার ভিত্তিতেই কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি।
সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আরও জানিয়েছে, দেশে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। সেই স্বচ্ছতার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের প্রধান যে ভাবে নিযুক্ত হন, সে ভাবেই নির্বাচন কমিশনারদের নিযুক্ত করা উচিত। বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তাঁদের কার্যকালের মেয়াদ হয় ৬ বছর। সচরাচর দেশের প্রাক্তন আমলাদের এই পদে বেছে নেওয়া হয়। তবে মনোনয়নের এই প্রক্রিয়া নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে।