ত্রিপুরায় জয়ের পথে বিজেপি , নাগাল্যান্ড এবং মিজোরামে আঞ্চলিক দল এগিয়ে
আগরতলা, ২ মার্চ : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে গেছে পদ্ম শিবির। অবশ্য তিপরা মথা এবং বাম-কংগ্রেসের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এখন পর্যন্ত গণনায় বিজেপি ৩২, তিপরা মথা ১২টি এবং বামফ্রন্ট ৯ ও কংগ্রেস ৫ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্য ২টি আসনে এগিয়ে গেছে। হেভিওয়েট প্রার্থীর মধ্যে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এগিয়ে রয়েছেন । কিন্তু, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর আসনে পিছিয়ে রয়েছেন।
এদিকে ৬০ সদস্য বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনে এন পি পি এগিয়ে রয়েছে ২২ টি আসনে। কংগ্রেস বিজেপি এগিয়ে আছে ৬ টি করে আসনে। নাগাল্যান্ড বিধানসভার ৬০ আসনের মধ্যে এন ডিপিপি ১৯ আসনে কংগ্রেস ৮ এবং ১৫ আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে আছেন। ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গোনার কাজ শুরু হয়েছে। বিকেলের মধ্যেই ফলাফল একেবারে স্পষ্ট হবে।