• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩২, আহত ৮৫

এথেন্স : ১ মার্চ , ২০২৩ — গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩২ জন, আহত ৮৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি টেম্পে শহরের কাছে। দু’টি ট্রেনের মধ্যে এত জোরে সংঘর্ষ হয়েছে যে, যাত্রিবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়, এবং সেই সঙ্গে দুটি ট্রেনই লাইনচ্যুত

এথেন্স : ১ মার্চ , ২০২৩ — গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩২ জন, আহত ৮৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি টেম্পে শহরের কাছে। দু’টি ট্রেনের মধ্যে এত জোরে সংঘর্ষ হয়েছে যে, যাত্রিবাহী ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়, এবং সেই সঙ্গে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দমকল বিভাগের ১৫০ জন দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২টি ট্রেনের মধ্যে একটি ছিল যাত্রিবাহী ও অন্যটি পণ্যবাহী ট্রেন।যাত্রিবাহী ট্রেনটি আথেন্স থেকে গ্রিসের উত্তর দিকের শহর থেসালোনিকি যাচ্ছিল। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার ঘটার পরপরই ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। পণ্যবাহী ট্রেনটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসে যাচ্ছিল বলে জানান থেসালি অঞ্চলের গভর্নর। ধাক্কার পর পরই যাত্রিবাহী ট্রেনের বগিগুলিতে আগুন ধরে যায় , বেশ কিছু যাত্রী ঝলসে যান। স্টারজোয়েস মিনেনিস নামে এক যাত্রী বলেন, “হঠাৎই প্রবল ঝাঁকুনি, যেন ভূমিকম্প হচ্ছে। তার পরই ট্রেনের ভিতরটা অন্ধকারে ঢেকে যায় । আমাদের কামরাটা পাশের লাইনে ছিটকে পড়ে । ভিতরে তখন যাত্রীরা আর্তনাদ আর চিৎকার করছেন। কিছুক্ষণ পরে আমরা বুঝি ট্রেন লাইনচ্যুত হয়েছে।” রাতেই  শুরু হয় উদ্ধার কাজ। ট্রেনের বেশ কিছু বগি এমনভাবে দুমড়েমুচড়ে যায় যে বোঝা যাচ্ছিল না কেউ আটকে আছেন কি না। এক উদ্ধারকারী জানান , “কয়েকটি কামরার অবস্থা ভয়ানক। বেশিরভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত কামরা থেকে বেশ কিছু যাত্রীর দেহ উদ্ধার করা হয়।”