• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আবুল কালাম আজাদের ছবি বাদ দিয়ে ‘ঐতিহাসিক ভুল ‘ কংগ্রেসের , প্রকাশ্যে ক্ষমা চেয়ে সংশোধনের চেষ্টা 

কংগ্রেসের পোস্টার থেকে বাদ পড়ল মৌলানা আবুল কালাম আজাদের নাম।  এই পোস্টের নিয়ে সমালোচনার ঝড় উঠতেই বিব্রত গান্ধী পরিবারের বর্তমান প্রজন্ম এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে কংগ্রেস বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে একটি পোস্টার  প্রকাশ করে। পোস্টারে কে নেই ! মহাত্মা গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি এবং প্রধানমন্ত্রীদের ছবি সংবলিত

কংগ্রেসের পোস্টার থেকে বাদ পড়ল মৌলানা আবুল কালাম আজাদের নাম।  এই পোস্টের নিয়ে সমালোচনার ঝড় উঠতেই বিব্রত গান্ধী পরিবারের বর্তমান প্রজন্ম এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে কংগ্রেস বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে একটি পোস্টার  প্রকাশ করে। পোস্টারে কে নেই ! মহাত্মা গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি এবং প্রধানমন্ত্রীদের ছবি সংবলিত এই পোস্টার শেষ পর্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।  প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে কংগ্রেস নেতৃত্বকে।  প্রবীণ নেতা জয়রাম রমেশ টুইট করে করে জানান, ‘অমার্জনীয় ভুল’ হয়ে গিয়েছে। ভুল সংশোধন করে গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ED summons Sonia Gandhi and Rahul Gandhi over National Herald case
ঘটনার সূত্রপাত রবিবার। ওই দিন রায়পুরে হওয়া কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন বেরোয়। ওই বিজ্ঞাপনে কংগ্রেসের অতীত ঐতিহ্যের কথা বোঝাতে কংগ্রেসের প্রাক্তন নেতা, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি ওই বিজ্ঞাপনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরও ছবি দেওয়া হয়। বিজ্ঞাপনটির নীচে ছিল দলের বর্তমান শীর্ষ নেতৃত্ব— সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর ছবি। কিন্তু দু’দফায় কংগ্রেসের সভাপতি হওয়া আজাদের ছবি ওই বিজ্ঞাপনে ছিল না।
এই বিজ্ঞাপন প্রকাশের পরেই দেশ জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। কংগ্রেসের অন্দরেও বেশ কিছু নেতা এ বিষয়ে ক্ষোভপ্রকাশ করেন। বিজেপি কংগ্রেসকে টিপ্পনী কেটে বলে, “এটাই হল কংগ্রেসের দ্বিচারিতার প্রমাণ।” বাদ যায়নি সমাজবাদী পার্টির মতো দলও। তাঁদের দাবি, ভোটের স্বার্থে ‘ইচ্ছাকৃত ভুল’ করেছে কংগ্রেস।  অধুনা কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ জানান, কংগ্রেসের এই ‘বিজেপিঘেঁষা নীতি’র কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন।
স্বাধীনতা আন্দোলন সম্পর্কে সংবেদনশীল অনেকেই  মনে করেন, আজাদকে ছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামকে বর্ণনা করা সম্ভব নয়। ব্রিটিশবিরোধী লড়াইয়ে যোগ দিয়ে দশ বছর জেল খেটেছিলেন তিনি। দেশে হিন্দু-মুসলমান ঐক্যের জন্য যে সব নেতা অগ্রণী ভূমিকা নিয়েছেন, আজাদ তাঁদের অন্যতম। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। সমালোচনার মুখে কংগ্রেস জানাল, ‘অমার্জনীয় ভুল’ তারা শুধরে নিয়েছে।