• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোয় আগুন,অফিস টাইমে নিত্য যাত্রীদের ভোগান্তি  

কলকাতা,২৪ ফেব্রুয়ারি — আজ বেলা ১২ টা নাগাদ মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়।  শুক্রবার বেলা ১২:১৫ নাগাদ কবি সুভাষগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশন ছাড়ার সময় মেট্রোর একটি রেক থেকে হঠাৎই গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। দমদম থেকে কবি সুভাষ যাচ্ছিল ট্রেনটি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবীন্দ্রসদন স্টেশনে পুরো রেকটি খালি করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে

কলকাতা,২৪ ফেব্রুয়ারি — আজ বেলা ১২ টা নাগাদ মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়।  শুক্রবার বেলা ১২:১৫ নাগাদ কবি সুভাষগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশন ছাড়ার সময় মেট্রোর একটি রেক থেকে হঠাৎই গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। দমদম থেকে কবি সুভাষ যাচ্ছিল ট্রেনটি। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবীন্দ্রসদন স্টেশনে পুরো রেকটি খালি করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে ধোঁয়ার উৎস খোঁজার কাজ চলে। তবে এখনও পর্যন্ত ধোঁয়া বের হওয়ার কারণ জানা যায়নি। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবশ্য ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়।  এদিকে, ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় ব্যাহত হয় পরিষেবা। কয়েকটি ট্রেন বাতিল হওয়ার পর মেট্রো চলাচল শুরু হলেও তা ছিল অনিয়মিত। পরের ট্রেন গুলিতে ভিড়ও হয়ে যায়. এর কিছুক্ষণ পর মেট্রো চলাচল স্বাভাবিক হয় ।