• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতে কুন্তল, তাপস, নীলাদ্রি 

কলকাতা ,২০ ফেব্রুয়ারি — নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষকে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত হলো ।সিবিআই আদালতের নির্দেশ অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি তাদের আবার আদালতে পেশ করা হবে। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, শেখ শাহিদ ইমাম ও আব্দুল খালেক – এই চার অভিযু্ক্তের আগামী ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাপসকে জেরা

কলকাতা ,২০ ফেব্রুয়ারি — নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষকে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত হলো ।সিবিআই আদালতের নির্দেশ অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি তাদের আবার আদালতে পেশ করা হবে। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, শেখ শাহিদ ইমাম ও আব্দুল খালেক – এই চার অভিযু্ক্তের আগামী ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাপসকে জেরা করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের সন্ধান পায়  ইডি.   তদন্তকারীদের জেরার মুখে তাপস দাবি করেছিলেন যে, ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন কুন্তল। সিবিআই সূত্রের খবর, তাপস এ-ও দাবি করেন যে, আরও কিছু প্রার্থীদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল।

এর পর কুন্তলকে দু’দফায় সিবিআইয়ের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে নামে ইডি-ও। জেরায় কুন্তল জানান, তাঁর সন্তানকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস। তিনি এ-ও দাবি করেন, তাপস তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। তিনি সেই টাকা না দেওয়ায় তাঁকে ‘ফাঁসিয়ে’ দেওয়া হয়েছে। গোপাল দলপতি নামে এক ব্যক্তির কথাও জানিয়েছিলেন কুন্তল। পাশাপাশি, মানিক-‘ঘনিষ্ঠ’ তাপস এবং গড়িয়ার ব্যবসায়ী নীলাদ্রির বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তোলেন কুন্তল। রবিবার সেই নীলাদ্রিকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার আদালতে তোলার সময় আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন তাপস মণ্ডল। গ্রেপ্তারির কারণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের প্রয়োজন হয়। তবে আমি যদি তদন্তে সাহায্য করি তাহলে প্রয়োজনীয়তা কী হেফাজতে নেওয়ার?” এদিকে আবার তাপসের গ্রেপ্তারিতে খুশি হয়েছেন বলেই দাবি কুন্তল ঘোষের।