• facebook
  • twitter
Monday, 25 November, 2024

‘বাবা’র রুদ্রাক্ষে সুস্থ হতে আশ্রমে এসে প্রাণ গেল শিশু ও মহিলার

ভোপাল, ১৮ ফেব্রুয়ারি– মানুষ মঙ্গলে পৌঁছনোর দোরগোড়ায়, আর সেখানে এখনো রোগ-ব্যাধি সারাতে অলৌকিক বিস্বাসে বিশ্বাসী আধুনিক মানুষ। আর সেই বিশ্বাস্বের বলি শিশু সহ মা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু। তাকে সুস্থ করে ‘বাবা’র দেওয়া রুদ্রাক্ষ ও জড়িবুটি নিতে মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে ‘বাবা’র থানে পৌঁছয় শিশুটির পরিবার । মধ্যপ্রদেশের বাসিন্দা ‘শিব মহাপুরাণ’ কথক প্রদীপ মিশ্রের বহু ভক্ত রয়েছে।

ভোপাল, ১৮ ফেব্রুয়ারি– মানুষ মঙ্গলে পৌঁছনোর দোরগোড়ায়, আর সেখানে এখনো রোগ-ব্যাধি সারাতে অলৌকিক বিস্বাসে বিশ্বাসী আধুনিক মানুষ। আর সেই বিশ্বাস্বের বলি শিশু সহ মা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশু। তাকে সুস্থ করে ‘বাবা’র দেওয়া রুদ্রাক্ষ ও জড়িবুটি নিতে মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে ‘বাবা’র থানে পৌঁছয় শিশুটির পরিবার ।

মধ্যপ্রদেশের বাসিন্দা ‘শিব মহাপুরাণ’ কথক প্রদীপ মিশ্রের বহু ভক্ত রয়েছে। সম্প্রতি রুদ্রাক্ষ ও জড়িবুটি বিলি করার কথা ঘোষণা করেন ‘মিশ্রজি’। ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি রুদ্রাক্ষ বিলির আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস এতেই সারবে কঠিন অসুখ-বালাই। ফলে সেখানে প্রতি দিন হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। যাদের মধ্যে অনেকেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাঁদের মধ্যে ছিল সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক শিশু এবং এক অসুস্থ মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে অসুস্থ শিশুকে নিয়ে এসেছিলেন এক দম্পতি। যদিও আশ্রমে আসার পরে আরও অসুস্থ হয়ে পড়ে শিশু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। অন্যদিকে ‘মিশ্রজি’-র শরণাপন্ন হওয়া ৫২ বছর বয়সি এক মহিলারও মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।