বৃহস্পতিবার ছিল আইএমএফের সঙ্গে আলোচনার শেষদিন। সূত্রের খবর, শুক্রবারই পাকিস্তান ছাড়লেন আইএমএফের আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পরও পাক সরকারের আধিকারিকরা আইএমএফ কর্তাদের সঙ্গে ঐক্যমতে পৌঁছতে পারেননি। পাক সরকারের একটা অংশ অবশ্য দাবি করছে, আইএমএফের সঙ্গে প্রাথমিক পর্যায়ের একটা চুক্তি হয়েছে। কয়েকটি শর্ত নিয়ে আলোচনা এখনও বাকি। সেগুলি চূড়ান্ত হলে শেষপর্যন্ত সাহায্য মিলতেও পারে।
আসলে মুদ্রাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে পাকিস্তানে। বেহাল দশা আমজনতার। রান্নার গ্যাস , ভোজ্য তেল অমিল ইসলামাবাদে। পাক সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সে দেশে পাম তেল, সোয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শীঘ্রই। প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামই আকাশছোঁয়া। এমনকী মোবাইল ইন্টারনেট পরিষেবাও মাঝেমাঝে ব্যাহত হচ্ছে।