কর্ণাটক ,৬ ফেব্রুয়ারী — বিমানবন্দরে দেরিতে পৌঁছে বিমান ধরতে পারবেন না বুঝতে পেরে বোমাতঙ্ক ছড়ালেন এক মহিলা। বেঙ্গালুরু বিমানবন্দরের ঘটনা। বোমাতঙ্ক ছড়ানোয় কেরলের ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে । বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় উড়ান ধরতে পারবেন না বুঝতে পারেন তিনি।নিয়ম না মেনেই তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেন তিনি। কর্তব্যরত সিআইএসএফ আধিকারিক বাধা দিলে তিনি বিমানবন্দর উড়িয়ে দেওয়ারও হুমকি দেন। অভিযোগ, ওই আধিকারিকের মুখে ঘুষি মেরে বিমানবন্দরের ভিতরে ঢুকে সেখানে উপস্থিত যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়ান।
কেরলের কোঝিকোড়ের বাসিন্দা মানসী সাথিবাইনুর শুক্রবার বিমানে কলকাতা যাওয়ার কথা ছিল। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ মুহূর্তে পৌঁছান তিনি। সেই সময় ৬ নম্বর গেটে ডিউটিতে ছিলেন সিআইএসএফ আধিকারিক। অভিযোগ, সকাল ৮ বেজে ২০ তে ৬ নম্বর গেটে হন্তদন্ত হয়ে পৌঁছান মানসী। নিয়ম না মেনেই বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন সিআইএসএফ আধিকারিক। অভিযোগ , এরপরই মহিলা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং আধিকারিককে ঘুষি মারেন । লাউঞ্জের ভিতরে ঢুকে চিৎকার করে উপস্থিতদের বলতে থাকেন, বিমানবন্দরে বোমা রাখা আছে, সবাই যেন পালিয়ে যান। তাঁর কথায় আতঙ্ক ছড়িয়ে পড়ে , বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায় । তখন পুলিশে অভিযোগ করেন সিআইএসএফ আধিকারিক সন্দীপ সিং। মানসী সাথিবাইনুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৩২৩ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।