• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ! আহত তিন 

 দক্ষিণ ২৪ পরগনা , ৪ ফেব্রুয়ারী — শনিবার দুপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন তিন জন। পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত হলো  দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভারতীর মোড়ের কাছে তীতকুমার এলাকায়।  তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে

 দক্ষিণ ২৪ পরগনা , ৪ ফেব্রুয়ারী — শনিবার দুপুরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন তিন জন। পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত হলো  দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভারতীর মোড়ের কাছে তীতকুমার এলাকায়।

 তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম খালেক, ভুতো ও আকিবুল্লা। কী কারণে ওরা তিনজন বোমা বাঁধছিল, তা এখনও জানা যায়নি।

ইতিমধ্যে তীতকুমার এলাকায় বাসন্তী থানার তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। থমথমে রয়েছে গোটা গ্রামের পরিবেশ। ঘটনা প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেছেন, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটা দুষ্কৃতীদের কাজ।” তবে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে গ্রামে অশান্তি ছড়াতে তৃণমূলই বোমা মজুত করছে।