• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সরস্বতী পুজোর ভাসানে বেধড়ক মারধর দুই পুলিশ অফিসারকে

নদিয়া ,৪ ফেব্রুয়ারী — শুধুমাত্র ডিজের আওয়াজ কম করতে বলায় মারধরের শিকার হন এক পুলিশ কর্মী। রানাঘাটের থানারপাড়া এলাকার বাসিন্দা জয় ঘোষের বাড়ির সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল শুক্রবার রাতে। অভিযোগ, তারস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় রানাঘাট থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রতিবাদ জানান। তিনি আওয়াজ কম করতে বলায় ঘোষ পরিবারের সদস্যরা তাঁর

নদিয়া ,৪ ফেব্রুয়ারী — শুধুমাত্র ডিজের আওয়াজ কম করতে বলায় মারধরের শিকার হন এক পুলিশ কর্মী। রানাঘাটের থানারপাড়া এলাকার বাসিন্দা জয় ঘোষের বাড়ির সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল শুক্রবার রাতে। অভিযোগ, তারস্বরে ডিজে বাজিয়ে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় রানাঘাট থানার সাব-ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রতিবাদ জানান। তিনি আওয়াজ কম করতে বলায় ঘোষ পরিবারের সদস্যরা তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করা হয়।

আলতাফ হোসেনের আর্তনাদ শুনে ছুটে আসেন রানাঘাট থানারই এএসআই রফিকুল আলম। অভিযোগ, তখন তাঁর উপরেও চড়াও হয় দুর্বৃত্তরা। তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই অবস্থা সামাল দেন। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই পুলিশ কর্মীকে।পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এসআই আলতাফ হোসেন এবং এএসআই রফিকুল আলমকে।

এই ঘটনায় ঘোষ পরিবারের স্বজন ও পড়শি মিলিয়ে মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ।