• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

১ হাজার কর্মীকে ছাঁটাই করল বাইজুস

মুম্বাই, ৩ ফেব্রুয়ারি– বিশ্বজোড়া আর্থিক মন্দার প্রভাব এডটেক সংস্থা বাইজুস । গত ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ১ হাজার কর্মীকে বাদ দিল সংস্থাটি। ডিজাইন, প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মূলত ছাঁটাই করা হয়েছে কর্মীদের, এমনটাই সূত্রের খবর। অক্টোবর মাসে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, মার্কেটিং এবং সংস্থা চালানোর খরচ কমানোর জন্য বাইজুসের ৫% কর্মীকে

মুম্বাই, ৩ ফেব্রুয়ারি– বিশ্বজোড়া আর্থিক মন্দার প্রভাব এডটেক সংস্থা বাইজুস । গত ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ১ হাজার কর্মীকে বাদ দিল সংস্থাটি। ডিজাইন, প্রোডাকশন এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মূলত ছাঁটাই করা হয়েছে কর্মীদের, এমনটাই সূত্রের খবর।

অক্টোবর মাসে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, মার্কেটিং এবং সংস্থা চালানোর খরচ কমানোর জন্য বাইজুসের ৫% কর্মীকে চাকরি খোয়াতে হতে পারে। সেই সময় ২ হাজার ৫০০ জনকে কাজ থেকে বাদ দিয়েছিল সংস্থাটি। সেই ছাটাইয়ের ৫ মাস যেতে না যেতেই ফের শুরু গণছাঁটাই। এবারে ইঞ্জিনিয়ারিং বিভাগের সব থেকে বেশি সংখ্যক কর্মী চাকরি হারিয়েছেন। সেখানকার প্রায় ৩০০ জনকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছে বলে জানা গেছে। অন্যান্য বিভাগ মিলিয়ে কাজ গেছে আরও ৭০০ জনের।

এর মধ্যেই বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ জানিয়েছেন, ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আগামী মাসগুলিতে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের।

২০১৫ সালে বাইজুসের পথচলা শুরু হয়। এই মুহূর্তে এটিই বিশ্বের সবচেয়ে দামি এডটেক স্টার্ট আপ, যার মূল্য ২২ বিলিয়ন ডলার।