• facebook
  • twitter
Wednesday, 25 December, 2024

মাদার ডেয়ারির পরে আমুলের দামে আগুন 

ভদোদরা, ৩ ফেব্রুয়ারি– মাদার ডেয়ারির পর এবার আমুলের দুধও মধ্যবিত্তের পকেটে আগুন ধরাল।একধাক্কায় দুধের দাম বাড়িয়ে দিল আমুল। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড জানিয়েছে, এক লিটার দুধে বাড়ছে ৩ টাকা করে।শুক্রবার, ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এটু বাফেলো মিল্ক– সব ধরনের দুধেই বাড়ছে

ভদোদরা, ৩ ফেব্রুয়ারি– মাদার ডেয়ারির পর এবার আমুলের দুধও মধ্যবিত্তের পকেটে আগুন ধরাল।একধাক্কায় দুধের দাম বাড়িয়ে দিল আমুল। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড জানিয়েছে, এক লিটার দুধে বাড়ছে ৩ টাকা করে।শুক্রবার, ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম শুরু হয়ে গিয়েছে।

জানা গেছে, আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এটু বাফেলো মিল্ক– সব ধরনের দুধেই বাড়ছে এই দাম। ফলে আমুল তাজার এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হল ৫৪ টাকা, কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা, আমুল গোল্ড হল ৬৬, আমুল এটু বাফেলো মিল্ক হল ৭০ টাকা লিটার।

জানিয়ে রাখি, নতুন বছরে সবে শুরু এরই মধ্যে দু’বার দুধের দাম বাড়িয়ে দিল আমুল। গত বছর তারা তিন বার বাড়িয়েছিল এই দাম। তাদের দাবি, দুধের উৎপাদনের খরচ এত বাড়ছে, সেই কারণেই দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা।

গত বছরের শেষেই দুধের দাম বাড়িয়েছে আর এক সংস্থা মাদার ডেয়ারিও। লিটারপ্রতি ২ টাকা করে বেড়েছিল দাম। গত বছর তারাও মোট ৫ বার বাড়িয়েছিল দাম। তাদেরও দাবি, দুধের উৎপাদনের খরচ অনেকটা বাড়ার জন্যই তারা দুধের দাম বাড়িয়েছে।