দিল্লি, ৩১ জানুয়ারি– মঙ্গলবার বাজেট অধিবেশনের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০৪৭ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে এই সরকার, জানালেন তিনি । গত ৯ বছরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হওয়ায় বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোক্ষম জবাব দিয়েছে সেনা। আন্তর্জাতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে দিচ্ছে ভারত, এমনটাই জানালেন তিনি। আগামী দিনে আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি।