• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাঁকুড়ায় হাতির তান্ডবে পদপিষ্ট হলেন হুলাপার্টির এক সদস্য 

বাঁকুড়া ,৩০ জানুয়ারী — জঙ্গলে থেকে বেরিয়ে পাশের এলাকায় বেড়েছিল হাতিদের আনাগোনা।হাতিদের এরূপ এলাকায় সচরাচর প্রবেশে মানুষেরা রীতিমতো ভয়ভীত।আর সেই হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল হুলা পার্টির সদস্যের । মৃতের নাম গুরুদাস মুর্মু। গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার সোনামুখী রেঞ্জের রাঙাকুল জঙ্গলের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাঙাকুল জঙ্গলের লাগোয়া এলাকায়

বাঁকুড়া ,৩০ জানুয়ারী — জঙ্গলে থেকে বেরিয়ে পাশের এলাকায় বেড়েছিল হাতিদের আনাগোনা।হাতিদের এরূপ এলাকায় সচরাচর প্রবেশে মানুষেরা রীতিমতো ভয়ভীত।আর সেই হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল হুলা পার্টির সদস্যের । মৃতের নাম গুরুদাস মুর্মু। গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার সোনামুখী রেঞ্জের রাঙাকুল জঙ্গলের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাঙাকুল জঙ্গলের লাগোয়া এলাকায় একটি হাতির দল ঘোরাঘুরি করছিল। সোমবার সকালে হুলাপার্টির সদস্যরা হাতিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া জন্য অভিযান শুরু করেন। সেই সময় একটি হাতি তাঁদের দিকে তেড়ে আসে। সকলে পালাতে পারলেও রানিবাঁধের চালথা গ্রামের বাসিন্দা গুরুদাস ও বছর চল্লিশের মণীন্দ্র মুর্মু দাঁতালের সামনে পড়ে যান। সেই সময় হাতিটি গুরুদাসকে পায়ের তলায় পিষে মারে। দাঁতালের আঘাতে আহত হন মণীন্দ্র।