গত সপ্তাহেই পুলওয়ামা সংবাদ শিরোনামে আসে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মন্তব্য ঘিরে। পুলওয়ামার হামলার পর ভারতীয় বায়ু সেনা সার্জিক্যাল স্টাইক করে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি বোমা মেরে গুঁড়িয়ে দেয়। দিগ্বিজয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ওই দাবি নিয়ে সংশয় প্রকাশ করে বলেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ ভারত সরকার দেখাতে পারেনি।
দিগ্বিজয়ের কথায় বিতর্ক চড়লে হাল ধরেন রাহুল। তিনি প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্যকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে বলেন, বায়ুসেনার কৃতিত্ব নিয়ে প্রমাণ চাওয়ার প্রশ্নই ওঠে না। কংগ্রেস সেনার বীরত্বের জন্য সর্বদা গর্ব বোধ করে। আজ সেই পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
শনিবার রাহুলের যাত্রায় যোগ দিয়েছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শুক্রবার ছিলেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওমরের বাবা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা আগেই যাত্রায় যোগ দিয়েছেন। ৩০ তারিখ যাত্রার সমাপ্তি দিনেও তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাজির থাকার কথা। ভিন্ন দলের নেতাদের যোগদানের প্রশ্নে জম্মু-কাশ্মীরেই রাহুল ভাল সাড়া পেয়েছেন। যাত্রায় ভিড়ও অন্য রাজ্যের রেকর্ড ছাপিয়ে গিয়েছে।