• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শ্লথ বিশ্ব অর্থনীতিতে একমাত্র আশার আলো ভারতই

দিল্লি, ২৭ জানুয়ারি — চলতি বছরে একাংশ মন্দায় ঢুকতে পারে। শুধু মন্দা নয়, রাষ্ট্রপুঞ্জের আর্থিক এবং সামাজিক বিষয়ক দফতরের প্রকাশিত রিপোর্ট বলছে, বিশ্ব অর্থনীতি শ্লথ হবে। আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ১.৯ শতাংশে। বৃদ্ধির গতি কমবে বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশেরও। এমন আতঙ্কের খবরের মধ্যে ভারতের জন্য আশার আলো দেখিয়েছেন রাষ্ট্রপুঞ্জের অন্যতম অর্থনীতিবিদ হামিদ রশিদ। তাঁর দাবি,

দিল্লি, ২৭ জানুয়ারি — চলতি বছরে একাংশ মন্দায় ঢুকতে পারে। শুধু মন্দা নয়, রাষ্ট্রপুঞ্জের আর্থিক এবং সামাজিক বিষয়ক দফতরের প্রকাশিত রিপোর্ট বলছে, বিশ্ব অর্থনীতি শ্লথ হবে। আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ১.৯ শতাংশে। বৃদ্ধির গতি কমবে বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশেরও। এমন আতঙ্কের খবরের মধ্যে ভারতের জন্য আশার আলো দেখিয়েছেন রাষ্ট্রপুঞ্জের অন্যতম অর্থনীতিবিদ হামিদ রশিদ। তাঁর দাবি, বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতিতে একমাত্র ভারতের পায়ের নীচের জমি মজবুত। আগামী বছর ৬.৭% বৃদ্ধির সম্ভাবনা, যে হার জি-২০ গোষ্ঠীর অন্যান্য দেশের তুলনায় অনেক উঁচু।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আশঙ্কা, অতিমারি, ইউক্রেনে যুদ্ধ, লাগাতার চড়া মূল্যবৃদ্ধি, জলবায়ু সংক্রান্ত জরুরি পরস্থিতির কারণে এ বছর খাদ্য এবং বিদ্যুতের সঙ্কটই বিশ্ব অর্থনীতির বৃদ্ধির গতি কমাবে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারাল অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘‘চড়া মূল্যবৃদ্ধি, আগ্রাসী সুদ বৃদ্ধি এবং বাড়তে থাকা অনিশ্চয়তার আবহে একটা বৃহত্তর এবং গুরুতর ঝিমুনি বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ডুবিয়ে দিচ্ছে।’’ এই সব কারণেই রিপোর্টে বৃদ্ধির পূর্বাভাস ২০২৩ সালে ১.৯ শতাংশে নামানো হয়েছে। ২০২২ সালের পূর্বাভাস ছিল ৩%। ২০২৪ সালের ক্ষেত্রে তা ২.৭%।