লখিমপুর খেরি কাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলির উপর মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। ঘটনার জন্য পরিবারগুলির নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। বুধবার মামলার শুনানি শুরুতেই আশিসের জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগীদের আইনজীবী দুষ্যন্ত দাভে। আশিস জামিন পেলে, ঘটনার প্রত্যক্ষদর্শীদের উপর প্রভাব খাটাতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি। এছাড়া, সমাজের কাছে একটি ভয়াবহ বার্তা পৌঁছাতে পারে বলেও জানান দাভে।