ওয়াশিংটন, ২৩ জানুয়ারি– ট্রাম্পের পর বাইডেন। ফের দেশের গোপন প্রশাসনিক নথি বাজেয়াপ্ত করা হল আমেরিকান প্রেসিডেন্টের জো বাইডেনের নিজের বাড়ি থেকে। তবে এই প্রথম নয়, এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়ি থেকেও ঠিক একই ভাবে তল্লাশি চালিয়ে দেশের গোপন নথি বাজেয়াপ্ত করে এফবিআই। এবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তল্লাশির পর তাঁর ডেলাওয়্যারের বাড়ি থেকে ছ’টি গোপন নথি উদ্ধার হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তাঁর আইনজীবী। যদিও বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট। তাঁর দাবি, না-বুঝেই সেগুলি নিজের কাছে রেখেছিলেন তিনি।
কিন্তু ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না তা ঘোষণা করার ঠিক আগে এই বিতর্কে জড়ানো বাইডেনকে বেশ অস্বস্তির মধ্যেই ফেলল বলেই দাবি কূটনীতিকদের। সংশ্লিষ্ট সূত্রের খবর, এর আগে গত বছরে ওয়াশিংটনে বাইডেনের নামে থাকা একটি দফতর থেকে কয়েকটি নথি বাজেয়াপ্ত করা হয়। আর এ বার বাকি নথি উদ্ধার হল তাঁর ডেলাওয়্যারের বাড়ি থেকে। বাইডেনের আইনজীবী বব বাওয়ার জানান, প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় বাইডেনের বাড়িতে। বসার ঘর থেকে শুরু করে কাজের জায়গা এমনকি গুদামঘরও ঘুরে দেখেন তদন্তকারীরা। এমনটাই জানিয়েছেন বাওয়ার।