• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

রাঁচির আইআইএম- এ পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য

রাঁচি , ১৭ জানুয়ারী — রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ. পড়ুয়ার দেহ ওই ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিলো , কিন্তু তার হাত ছিল বাঁধা। আইআইএম, রাঁচির ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার করা হয়েছে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। আইআইএম সূত্রে খবর, মৃত ওই পড়ুয়ার নাম শিবম পান্ডে। সে উত্তরপ্রদেশের

রাঁচি , ১৭ জানুয়ারী — রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ. পড়ুয়ার দেহ ওই ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিলো , কিন্তু তার হাত ছিল বাঁধা।

আইআইএম, রাঁচির ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার করা হয়েছে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। আইআইএম সূত্রে খবর, মৃত ওই পড়ুয়ার নাম শিবম পান্ডে। সে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা । রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।  সোমবার শিবমকে ইনস্টিটিউট চত্বরে দেখা যায়নি। পড়ুয়ারাই , নিরাপত্তারক্ষীকে জানায়, শিবমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। এর পরই দরজা ভেঙে ঘরে ঢুকে সবাই দেখেন ফ্যান থেকে ঝুলছে শিবম। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শিবমের ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। শিবমের মৃত্যু আত্মহত্যা, নাকি খুন তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement