• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পঁচিশে ফসিলস

কলকাতা ,১৩ জানুয়ারী — নীল রঙ্গ ছিল ভীষণ প্রিয় , তাই সব কিছু মিলিয়ে দিলো , শুধু কি তাই , গানের তালে তালে মিলিয়েছে আরো অনেক অনুভূতি। কেউ স্মৃতি হাতড়াচ্ছে , কেউ বা ফিরে তাকাচ্ছে নিজের দিকেই। কেউ নতুন করে ভালো বাসছে , কেউ শুধুই ভাসছে সুরের নৌকোয়, কারণটা আর কিছুই নয় , মঞ্চে তখন ফসিলস।

কলকাতা ,১৩ জানুয়ারী — নীল রঙ্গ ছিল ভীষণ প্রিয় , তাই সব কিছু মিলিয়ে দিলো , শুধু কি তাই , গানের তালে তালে মিলিয়েছে আরো অনেক অনুভূতি। কেউ স্মৃতি হাতড়াচ্ছে , কেউ বা ফিরে তাকাচ্ছে নিজের দিকেই। কেউ নতুন করে ভালো বাসছে , কেউ শুধুই ভাসছে সুরের নৌকোয়, কারণটা আর কিছুই নয় , মঞ্চে তখন ফসিলস।
ব্যান্ডের ২৫ বছরের জন্মদিন। আপ্লুত রূপম, দীপ ,আল্যান, তন্ময় , প্রসেনজিৎরা। আছে আরো অনেকেই। নিচে অগুনতি দর্শক, যারা ভালোবেসেছে ফসিলসকে । ভালোবাসতে বাসতে  কাটলো পঁচিশ বছর। অনেক চড়াই উতরাই এর সাক্ষী ব্যান্ড। তবু শ্রোতাদের ভালোবাসার টানে ফিরে এসেছি বারবার, বললেন রূপম।
গত মঙ্গলবার সাইন্স সিটির কাছে অর্চিড গার্ডেনে হয়ে গেল ফসিলের ২৫তম জন্মদিনের অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে মঞ্চ মাতালো কলকাতার জনপ্রিয় ব্যান্ড। টিকিটের দাম ছিল ৫০০ টাকা , কিন্তু তাতেও জায়গা প্রায় নেই বললেই চলে। মঞ্চেই হলো জন্মদিনের উদযাপন কেক কেটে। বাংলার দুই কিংবদন্তী তারকা প্রসেনজিৎ আর ঋতুপর্ণা শুভেচ্ছা জানালেন ভিডিও কলের মাধ্যমে। মোট ১০টি গান করেন ব্যান্ড শিল্পীরা। সংগীত প্রেমীরা সাক্ষী হলেন এক সুরেলা সন্ধ্যার।