• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলেজেই অনুষ্ঠিত হলো আইবুড়ো ভাত , শোরগোল হুগলিতে 

হুগলি,১৩ জানুয়ারী — সামাজিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান সেটা যথাযত জায়গায় হওয়াই শ্রেয়। কিন্তু সম্প্রতি দেখা গেলো অন্যরকম চিত্র। পঞ্চব্যঞ্জন সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হল তৃণমূল নেতার ছেলেকে। তাও আবার কলেজে ! সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল হুগলিতে।  তারকেশ্বর ডিগ্রি কলেজে তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত খাওয়ানোর ভিডিও ভাইরাল হল। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ

হুগলি,১৩ জানুয়ারী — সামাজিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান সেটা যথাযত জায়গায় হওয়াই শ্রেয়। কিন্তু সম্প্রতি দেখা গেলো অন্যরকম চিত্র। পঞ্চব্যঞ্জন সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হল তৃণমূল নেতার ছেলেকে। তাও আবার কলেজে ! সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল হুগলিতে।

 তারকেশ্বর ডিগ্রি কলেজে তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত খাওয়ানোর ভিডিও ভাইরাল হল। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায় এই ঘটনাকে আশা করা যায় না বলে জানিয়েছেন । ভুল হয়েছে বলে মেনেও নিয়েছেন। তাঁর কথায়, “সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে বা মন্দিরে করাই প্রথা। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে করাটা উচিত নয়।”

তারকেশ্বর ডিগ্রি কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর্ণব সামন্ত। তিনি তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান তৃণমূল কাউন্সিলর স্বপন সামন্তর ছেলে। সেই অর্ণবের সামনেই বেড়ে দেওয়া হল ভাত, ডাল, বেগুন-পটল-করোলা-সিম ভাজা, ব্রকলির তরকারি, মাছ, মাংস, চাটনি পায়েস আর তিন রকম মিষ্টি। জ্বালিয়ে দেওয়া হল প্রদীপ। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে শাঁখ বাজালেন-উলু দিলেন কলেজের কর্মীরা।

সেই ভিডিও ভাইরাল হতেই কলেজের অধ্যক্ষ অমলেন্দু হাটি বলেন, “এতে কলেজের কোনও ব্যাপার নেই। কলেজ ক্যান্টিনে তাঁর বন্ধুরা তাঁকে খাইয়েছে। এতে অসুবিধা কোথায়। কলেজ কোনও অনুষ্ঠান করেনি বা টাকাও খরচ করেনি। বিতর্কটা অনর্থক।

বিজেপি নেতা বলেন  স্বপন পাল। “অবশ্য তৃণমূল নেতা বা নেতার ছেলে হলে সবই সম্ভব। ছাত্র-ছাত্রীরা কী শিখবে। শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, আরও কত অবনতি হবে সেটাই দেখার”বলেন বিজেপি নেতা।