লখনউ, ১১ জানুয়ারি– যোশিমঠ, কর্ণপ্রয়াগের পর এবার উত্তরপ্রদেশের আলিগড়। জেলার কানওয়ারিগঞ্জ অঞ্চলে বহু বাড়িতে দেখা দিয়েছে ফাটল। আচমকাই এই ফাটলের সৃষ্টি হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ফাটল দেখার পরও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।
স্থানীয়দের দাবি, এখানে স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইন বসানোই কাল হয়েছে। কেননা পাইপালাইনে ফাটল দেখা দিয়েছে। আর এর থেকেই ফাটল ছড়াতে শুরু করেছে। অভিযোগ, গত ৩-৪ দিন ধরেই লাগাতার অভিযোগ জানানো হয়েছে। যদিও ওই পুরসভার অতিরিক্ত কমিশনার রাকেশ কুমার যাদবের দাবি, তাঁরা বিষয়টির দিকে লক্ষ রেখেছেন। শিগগিরি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, ”আমরা সবে জানতে পেরেছি কানওয়ারিগঞ্জে বহু বাড়িতে ফাটল দেখা দেওয়ার বিষয়ে। কিন্তু এখনও বিশদে কিছু জানা যায়নি। এলাকা পরিদর্শনে আমাদের দল যাবে। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে।”