• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চন্দা মামলায় কোর্টের ভর্ৎসনা  সিবিআইকে 

দিল্লি, ৯ জানুয়ারি– চন্দা কোচর মামলায় কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই। সামনের রবিবার ছেলের বিয়ে। কিন্তু তাতে থাকতে পারবেন না বলেই ভেবেছিলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার ও তাঁর স্বামী দীপক। কিন্তু সোমবারই বদলে গেল ছবিটা। বম্বে হাইকোর্ট এদিন চন্দা ও দীপকের গ্রেফতারি নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে সিবিআইকে। আদালত স্পষ্ট বলেছে, যেভাবে চন্দা ও

দিল্লি, ৯ জানুয়ারি– চন্দা কোচর মামলায় কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই। সামনের রবিবার ছেলের বিয়ে। কিন্তু তাতে থাকতে পারবেন না বলেই ভেবেছিলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার ও তাঁর স্বামী দীপক। কিন্তু সোমবারই বদলে গেল ছবিটা।

বম্বে হাইকোর্ট এদিন চন্দা ও দীপকের গ্রেফতারি নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে সিবিআইকে। আদালত স্পষ্ট বলেছে, যেভাবে চন্দা ও তাঁর স্বামীকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছিল তা সঠিক ছিল না। এই ক্ষেত্রে আগবাড়িয়ে কাজ করেছে সিবিআই।

এদিন আদালত সিবিআইকে ভর্ৎসনার পাশাপাশি চন্দা ও দীপককে জামিন দিয়েছে আদালত।

চন্দা কোচার আইসিআইসিআই ব্যাংকের সিইও থাকাকালীন ভিডিওকন কোম্পানিকে দুই ধাপে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ও পরবর্তী ধাপে ৭৫০ কোটি টাকা বেআইনিভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করার অভিযোগ উঠেছিল চন্দার বিরুদ্ধে। তদন্তে জানা যায়, চন্দার স্বামী দীপক কোচারের একটি কোম্পানিকে নানাভাবে আর্থিক সুবিধা দিয়েছিল ভিডিওকন।