• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দক্ষিণ বনাম বলিউড, ফারাকটা একবারে ব্ল্যাক হোলের মত 

মুম্বাই ,৯ জানুয়ারী — যদি বলি দক্ষিণী ছবি ও দক্ষিণী তারকারাদের জনপ্রিয়তা বা পারিশ্রমিক বলিউডের থেকে অনেক বেশি তাহলে কি সেটা অতিরঞ্জিত হবে ? দক্ষিণী তারকা মহেশবাবুর কথা যদি মেনে নি তাহলে কিন্তু বাস্তবতা ঠিক এরকমই। মহেশবাবুকে বাদই না হয় দিলাম। তবে সাম্প্রতিক ‘পুষ্পা’, ‘আর আর আর’ এবং হালফিলের ‘কেজিএফ টু’ কে যদি দেখেন তাহলেই

মুম্বাই ,৯ জানুয়ারী — যদি বলি দক্ষিণী ছবি ও দক্ষিণী তারকারাদের জনপ্রিয়তা বা পারিশ্রমিক বলিউডের থেকে অনেক বেশি তাহলে কি সেটা অতিরঞ্জিত হবে ? দক্ষিণী তারকা মহেশবাবুর কথা যদি মেনে নি তাহলে কিন্তু বাস্তবতা ঠিক এরকমই। মহেশবাবুকে বাদই না হয় দিলাম। তবে সাম্প্রতিক ‘পুষ্পা’, ‘আর আর আর’ এবং হালফিলের ‘কেজিএফ টু’ কে যদি দেখেন তাহলেই পার্থক্যটা টের পাবেন। এই সিনেমাগুলি যেভাবে বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করে নিয়েছে, তা বলিউডকে ফেলেছে কঠিন চ্যালেঞ্জের মুখে। তবে এই সাফল্য দেখার পর বলিউডের পরিচালক, প্রযোজকদের অনেকেই দক্ষিণী তারকারদের নিয়ে ছবি তৈরি করার ভাবনা শুরু করেছেন। ঠিক যেমন করণ জোহর ইতিমধ্য়েই অফার দিয়েছেন দক্ষিণ তারকা সূর্যকে। তালিকায় রয়েছেন সামান্থা ও রশ্মিকা মান্দানাও। তবে দক্ষিণের আরেক তারকা মহেশ বাবু কিন্তু বলিউডের সত্যিটা একেবারে সবার সামনে খুলে রেখে দিয়েছেন। 

ফুৎকারে বলিউডে ছবির অফার উড়িয়ে জানিয়েছে  ‘বলিউডে কোনও দিনই ছবি করব না! কারণ ‘আমার নজর বড় ইন্ডাস্ট্রির দিকে। বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই বলিউডে কাজ করার কোনও ইচ্ছেই নেই। আর সত্য়ি কথা বলতে, আপাতত দক্ষিণী ছবিতেই মন দিয়ে কাজ করতে চাই। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আলাদা টান রয়েছে আমার।’ শুধু তাই নয়, মহেশবাবুর কথায়, ‘হিন্দি ছবির অনেক অফার পেয়েছি। আমার মনে হয় বলিউড আমার স্টারডম বুঝবে না! তাই কখনই বলিউডে যাব না।’ 

ভাবুন এটা জানার পর কি আর কোনও ভুল বোঝা-বুঝি থাকে বলিউড আর দক্ষিণী সিনেমা নিয়ে।