• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মন্দিরের চূড়ায় ধাক্কায় হুড়মুড়িয়ে ভাঙল বিমান, পাইলটের মৃত্যু

ভোপাল, ৬ জানুয়ারি– মধ্যপ্রদেশের এক মন্দিরের চূড়ায় ধাক্কা লেগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত এক বিমান । দুর্ঘটনাস্থলেই প্রাণ হারালেন বিমানের পাইলট। গুরুতর জখম হয়েছেন বিমানে থাকা আরও একজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। বৃহস্পতিবার রাতে বিমানটি প্রশিক্ষণের জন্য বের হয়। কিন্তু মাঝ আকাশে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে ধাক্কা মারে এক মন্দিরের চূড়ায়। ধাক্কা লাগার পরেই

ভোপাল, ৬ জানুয়ারি– মধ্যপ্রদেশের এক মন্দিরের চূড়ায় ধাক্কা লেগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রশিক্ষণরত এক বিমান । দুর্ঘটনাস্থলেই প্রাণ হারালেন বিমানের পাইলট। গুরুতর জখম হয়েছেন বিমানে থাকা আরও একজন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। বৃহস্পতিবার রাতে বিমানটি প্রশিক্ষণের জন্য বের হয়। কিন্তু মাঝ আকাশে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে ধাক্কা মারে এক মন্দিরের চূড়ায়। ধাক্কা লাগার পরেই বিমানে আগুন লেগে যায়। স্থানীয়রাই এসে শুরু করেন উদ্ধারকাজ।

বিমানের পাইলট ও সহ পাইলটকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাইলটকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে সহ পাইলটের চিকিৎসা শুরু হয়েছে। আরও জানা গেছে, এই ধাক্কা লাগার ঘটনায় মন্দিরের একাংশও ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশা থাকায় চালক মন্দিরের চূড়া দেখতে পাননি বলেই দুর্ঘটনা ঘটে।