• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত কলকাতা পুলিশ

কলকাতা,৩১ ডিসেম্বর — বাইপাসের অজয়নগর মোড়ে বেশ কিছু  মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট সহ এক এএসআই। ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটা নাগাদ। বেআইনিভাবে হেলমেট ছাড়া গাড়ি চালিয়ে সন্তোষপুর থেকে অজয়নগড়ের দিকে যাচ্ছিলেন দুজন মদ্যপ যুবক। সেইসময় ওখানে কর্মরত ট্রাফিক পুলিশ দেখেন, বাইক চালক এবং পিছনে বসা আরোহীর মাথায় কোনও হেলমেট নেই।  সেই সময়

কলকাতা,৩১ ডিসেম্বর — বাইপাসের অজয়নগর মোড়ে বেশ কিছু  মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট সহ এক এএসআই।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটা নাগাদ। বেআইনিভাবে হেলমেট ছাড়া গাড়ি চালিয়ে সন্তোষপুর থেকে অজয়নগড়ের দিকে যাচ্ছিলেন দুজন মদ্যপ যুবক। সেইসময় ওখানে কর্মরত ট্রাফিক পুলিশ দেখেন, বাইক চালক এবং পিছনে বসা আরোহীর মাথায় কোনও হেলমেট নেই।

 সেই সময় তাদের আটকান সেখানে কর্মরত ট্রাফিক সার্জেন্ট। এবং আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই ওই দুই যুবক নিজেদের এলাকা থেকে ১০-১২ জন লোককে সেখানে ডেকে আনে। তারপরেই সকলে মিলে পুলিশের উপর চড়াও হয়।

মারধরের ফলে হাত কেটে যায় ওই এএসআইয়ের। এরপরই চার হামলাকারীকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস নেতা আদিত্য সাহা। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।