দেরাদুন, ৩০ ডিসেম্বর — ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আক্রান্ত হন । অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন তিনি। ঋষভের এমন অবস্থায় তাঁর ও তাঁর পরিবারের পাশে সবরকম প্রয়োজনে পাশে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড , এমনই জানালেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ ।
দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে রুরকির কাছে তাঁর গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। সেইসময় গাড়িতে একাই ছিলেন ভারতীয় উইকেটরক্ষক।ওই অবস্থায় কোনো মতে গাড়ি থেকে বের হন।
দুর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি ঋষভকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেতেই ঋষভের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জয়। সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা ওঁর শারীরিক অবস্থা নজরে রাখছি। আমরা সবরকম প্রয়োজনীয় সাহায্য করব।’
ঋষভের এই বিপদের সময় সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত বিসিসিআই। এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। চিকিৎসকের পুরোপুরো নজরদারিতে রয়েছেন পন্থ। ওনার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।