• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মায়ের শেষকৃত্য সেরে ফেরায় , বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন মোদীকে মমতা

কলকাতা,৩০ ডিসেম্বর — শুক্রবার ভোরে চিরবিদায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী । বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষমেশ ৩০ ডিসেম্বর ভোর ৪টের সময় দেহত্যাগ করলেন তিনি। তবুও নিজের দেশের প্রতি কর্তব্যে অনড় মাননীয় প্রধানমন্ত্রী মোদী। মায়ের শেষকৃত্য সেরে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মোদী। মাতৃ বিয়োগের শোকের মধ্যেও নিজের

কলকাতা,৩০ ডিসেম্বর — শুক্রবার ভোরে চিরবিদায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী । বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষমেশ ৩০ ডিসেম্বর ভোর ৪টের সময় দেহত্যাগ করলেন তিনি। তবুও নিজের দেশের প্রতি কর্তব্যে অনড় মাননীয় প্রধানমন্ত্রী মোদী। মায়ের শেষকৃত্য সেরে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মোদী। মাতৃ বিয়োগের শোকের মধ্যেও নিজের কর্তব্যে অবিচল থেকেই পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বন্দে ভারত উদ্বোধন অনুষ্ঠানে মোদী স্বয়ং উপস্তিতি না থাকতে পারলেও ভার্চুয়ালি তিনি সেখানে ছিলেন।  সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে মোদীর উদ্দেশে মমতা এদিন বলেন, ‘বাকি কাজ ফেলে আজ আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনাকে সমবেদনা জানাই।’

মমতা এদিন হাওড়া স্টেশনে অনুষ্ঠান থেকে আরও বলেন, ‘আজ আপনার দুঃখের দিন ও আপনার ব্যক্তিগত জীবনে খুব বড় ক্ষতি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে আপনি এই শোক কাটিয়ে উঠতে পারেন। আপনি আপনার কাজ দিয়ে ওঁকে ভালবাসুন।’

মায়ের মৃত্যুর খবর পেয়ে  মোদী এদিন সকালেই দিল্লি থেকে উড়ে যান আমদাবাদ। সেখানেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। তারপর ভার্চুয়ালি হাওড়ার অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই নিয়ে মমতা বলেন, ‘আপনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি থাকলেন তার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এরপরেই মমতা যোগ করেন, ‘যেহেতু আপনি মায়ের শেষকৃত্য সেরে এসেছেন, তাই আপনি আপনার বাকি সব কাজ বাতিল করে একটু বিশ্রাম নিন।’