• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

বম্ব সাইক্লোনে পরিণত তুষারঝড়, বিদ্যুৎহীন আমেরিকার পারদ নামল মাইনাস ৪৮ ডিগ্রিতে

ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর– শুক্রবারই আবহবিদরা হুঁশিয়ারি দিয়েছিলেন, শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। তাই হয়েছে। তীব্র বেগে বইছে ঠান্ডা হাওয়া। আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারঝড়ের প্রকোপে বিপর্যস্ত সাধারণ জনজীবন। বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। শুক্রবারের তুষারঝড়ে ১৫ লক্ষ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এখনও বহু বাড়ি অন্ধকারে। মাত্রাতিরিক্ত তুষারপাতে বন্ধ একাধিক

ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর– শুক্রবারই আবহবিদরা হুঁশিয়ারি দিয়েছিলেন, শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। তাই হয়েছে। তীব্র বেগে বইছে ঠান্ডা হাওয়া। আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারঝড়ের প্রকোপে বিপর্যস্ত সাধারণ জনজীবন। বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। শুক্রবারের তুষারঝড়ে ১৫ লক্ষ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে কিছু এলাকায় বিদ্যুৎ এলেও এখনও বহু বাড়ি অন্ধকারে। মাত্রাতিরিক্ত তুষারপাতে বন্ধ একাধিক সড়ক। দৃশ্যমানতার অভাবে ঘটেছে দুর্ঘটনা। ব্যহত বিমান চলাচল। বাতিল হয়েছে একাধিক উড়ান।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ক্রমাগত তুষারপাতের ফলে কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয়দের অনেকেই জানাচ্ছেন, ফুটন্ত জল উনুন থেকে নামালেই কঠিন বরফে পরিণত হচ্ছে। হাড়কাঁপানো ঠান্ডায় ঘর বেরোনোর সাধ্য নেই মানুষের। সকলেই এখন আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রার্থনা করছেন। যদিও এখনও পর্যন্ত তেমন লক্ষণ দেখা যাচ্ছে না বলেই খবর। আমেরিকার আবহাওয়া দপ্তরের দাবি, আমেরিকার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ, প্রায় ২৪ কোটি মানুষকে আবহাওয়ার চরম পরিবর্তন সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। যদিও এরপরেও প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হতে হয়েছে মানুষকে। এর মধ্যেই বৃহস্পতিবার ওকলাহোমায় তুষারাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনার কারণে ২ জনের মৃত্যু হয়েছে।