• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৩ হাজার কোটি বেআইনি ঋণ পাইয়ে গ্রেফতার ছন্দা কোচর

দিল্লি, ২৪ ডিসেম্বর– এবার জালে চুনোপুটি নয় একেবারে ইলিশ। অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচরকে। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেফতার করেছে সিবিআই।তাদের বিরুদ্ধে অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন। আইসিসিআই ব্যাংকের

দিল্লি, ২৪ ডিসেম্বর– এবার জালে চুনোপুটি নয় একেবারে ইলিশ। অবৈধভাবে ৩ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচরকে। ছন্দার স্বামী দীপক কোচরকেও গ্রেফতার করেছে সিবিআই।তাদের বিরুদ্ধে অভিযোগ, নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে ভিডিওকন সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছেন। আইসিসিআই ব্যাংকের সিইও থাকাকালীন ভিডিওকনকে তিনি যে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ দিয়েছিলেন, সেটা ছিল বেআইনি। ওই ঋণ পাইয়ে দেওয়ায় ছন্দা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা লাভবান হয়েছেন।

ওই ঋণ অনুমোদিত হওয়ার কিছুদিনের মধ্যেই চন্দার স্বামীর নিউ পাওয়ার রিনিউয়েবলে বিনিয়োগ করেন ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূত। সম্প্রতিই নিউপাওয়ার রিনিউএবেল প্রাইভেট লিমিটেড -এর মালিক তথা ছন্দার স্বামী দীপক কোচারএবং ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধুতের মধ্যে অবৈধ আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করছে সিবিআই। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আইসিআইসিআই ব্যাংকের তরফেই ছন্দার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়।