দিল্লি, ২১ ডিসেম্বর– কেন্দ্রের উত্তরই প্রমান করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের বঞ্চনা নিয়ে যা বলে আসছিলেন তা ঠিক। মুখ্যমন্ত্রী বহুবার বলেছেন কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। বকেয়া বহু হাজার কোটি। অভিষেক ব্যানার্জীর এক প্রশ্নের উত্তরে কেন্দ্র জানালো একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে এখনও পর্যন্ত রাজ্যের পাওনা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।
২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি বাবদ ২ হাজার ৭৪৮ কোটি এবং আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য ২ হাজার ৬৮৫ টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনরেগার পাওনা সম্পর্কে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দেওয়া পরিসংখ্যান থেকেই এই তথ্য জানা গিয়েছে। তবে কী কারণে বিভিন্ন রাজ্যের টাকা আটকে রয়েছে, তার কোনও সদুত্তর মন্ত্রী দিতে পারেননি। রাজ্যের পাওনা নিয়ে সংসদে বারবারই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার সেই বিষয়ে সরকারকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেকও।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে টানাপোড়েন দীর্ঘদিনের। রাজ্যের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না। ফলে প্রকল্পের অধীনে যারা কাজ করছিলেন তাঁদের পাওনাও বকেয়া রয়েছে। পালটা কেন্দ্র দাবি করেছে, রাজ্যে খরচের হিসেব দেয়নি। তাই মেলেনি টাকা। প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রের। সেই সমস্যা মিটিয়ে কিছুদিন আগে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য টাকার একটা অংশ কেন্দ্র পাঠিয়েছে। এখনও বাকি প্রায় সাড়ে ৫ হাজার।