• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সবার নজর এড়িয়ে নন্দীগ্রাম হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ রোগীর

পূর্ব মেদিনীপুর,২১ ডিসেম্বর — হাসপাতালে নিরাপত্তারক্ষী ,নার্স ,চিকিৎসক সবার নজর এড়িয়ে নন্দীগ্রাম হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। মৃতের নাম গুরুপদ পাত্র।বছর ৩০ এর এই যুবক  নন্দীগ্রাম ৪ নম্বর পঞ্চায়েত এলাকার পারুলবাড়ি গ্রামের বাসিন্দা । প্রশ্ন হলো হাসপাতালে এত লোক থাকা সত্ত্বেও কি করে একজন রোগী সবার নজর এড়িয়ে ছাদে চলে যায়

পূর্ব মেদিনীপুর,২১ ডিসেম্বর — হাসপাতালে নিরাপত্তারক্ষী ,নার্স ,চিকিৎসক সবার নজর এড়িয়ে নন্দীগ্রাম হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। মৃতের নাম গুরুপদ পাত্র।বছর ৩০ এর এই যুবক  নন্দীগ্রাম ৪ নম্বর পঞ্চায়েত এলাকার পারুলবাড়ি গ্রামের বাসিন্দা ।

প্রশ্ন হলো হাসপাতালে এত লোক থাকা সত্ত্বেও কি করে একজন রোগী সবার নজর এড়িয়ে ছাদে চলে যায় ? যাবার সময় ওয়ার্ডবয় ,নার্স ,আয়া কেউ কি দেখেনি নি ছেলেটিকে ছাদের দিকে যেতে ? হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, গত সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই যুবক। তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুটা সেরেও উঠেছিলেন তিনি। বুধবার চিকিৎসক, নার্সদের নজর এড়িয়ে ছাদে উঠে যান গুরুপদ। সেখান থেকে মারণ ঝাঁপ দেন। মৃত্যু হয় তাঁর।

 স্থানীয়দের বক্তব্য, যিনি বিষ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর দিকে আরও নজর দেওয়া উচিত ছিল। হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের কেউ কেউ।পারিবারিক অশান্তির জেরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানা গাছে।