আশির দশকের মাঝামাঝি রীতার সঙ্গে বিয়ে হয় কুমার শানুর। শোনা যায় তারা পূর্ব পরিচিত ছিলেন। শানুর হাত ধরে মুম্বাই যান রীতা। সেখানেই তাদের বিয়ে হয়। ১৯৮৮ সালে তাদের প্রথম সন্তান জেসি জন্মায়। এর পর জন্মায় আরো দুই ছেলে জিকো আর জান। বউ-বাচ্চা নিয়ে সুখেই সংসার করছিলেন শানু। ইতিমধ্যে বলিউডে বেশ পরিচিতিও পেয়েছেন তিনি। রীতার সঙ্গে ঝমেলার সূত্রপাত ১৯৯৩ সালে। এই সময় শানু সম্পর্কে জড়িয়ে পরেন অভিনেত্রী কুণিকা লালের সঙ্গে। কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভেঙ্গে যায় তাদের।
রীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলার ফলে মীনাক্ষী আর কুমার শানুর সম্পর্কেও চিড় ধরে। শেষ অবধি তার আর রীতার ডিভোর্সের সাথেই মীনাক্ষীর সঙ্গেও ব্রেক আপ হয়ে যায় তার। অবশেষে শানু বিকানেরের মেয়ে সালোনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। জন্মায় দুই মেয়ে শ্যানন আর আনা। সালোনির পরিবারের বেশিরভাগ সদস্যই লন্ডনে থাকেন। সালোনিও মেয়েদের নিয়ে ওখানেই থাকেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে‚ তাদের বড় মেয়ে শ্যানন ২০১৪ সালে ইংরেজি গানের অ্যালবাম বের করেছেন।