• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তেলুগু সিনেমার স্টুডিওগুলো সব অসৎ কাজের জন্য ব্যবহার করা হয়, দাবি শ্রী রেড্ডির 

চেন্নাই, ১৯ ডিসেম্বর– এক সময় তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। এক সময় কাস্টিং কাউচের প্রতিবাদ করে শরীর থেকে পোশাক সরিয়ে প্রকাশ্য রাস্তায় প্রতিবাদ করেছেন। যা দেখে অনেকেই বলছেন বিতর্কের কেন্দ্রে থাকতে ভালোবাসেন তিনি। তিনি বিখ্যাত তেলেগু অভিনেত্রী শ্রী রেড্ডি। এবার সেই শ্রী সিনেমা নিয়ে বললেন এটা যৌনতার আখড়া।   নিজের সম্পর্কে তাঁর বক্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে

চেন্নাই, ১৯ ডিসেম্বর– এক সময় তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। এক সময় কাস্টিং কাউচের প্রতিবাদ করে শরীর থেকে পোশাক সরিয়ে প্রকাশ্য রাস্তায় প্রতিবাদ করেছেন। যা দেখে অনেকেই বলছেন বিতর্কের কেন্দ্রে থাকতে ভালোবাসেন তিনি। তিনি বিখ্যাত তেলেগু অভিনেত্রী শ্রী রেড্ডি। এবার সেই শ্রী সিনেমা নিয়ে বললেন এটা যৌনতার আখড়া।  

নিজের সম্পর্কে তাঁর বক্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য তাকে কখনও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়া হত, আবার কখনও নগ্ন ভিডিও পাঠানোর কথা বলা হত আবার কখনও তার সঙ্গে সেক্স চ্যাটের প্রস্তাব দেওয়া হত। কখনও প্রযোজক, কখনও পরিচালক আবার কখনও কোনও বড় অভিনেতা তাকে ওই ধরনের কুপ্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেন শ্রী। পাশাপাশি তেলুগু সিনেমার স্টুডিওগুলো সব অসৎ কাজের জন্য ব্যবহার করা হয়। ওই জায়গাগুলোতে অভিনেত্রীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন শ্রী রেড্ডি।

পাশাপাশি তার আরও অভিযোগ, উত্তর ভারতের একাধিক অভিনেত্রী তেলুগু সিনেমায় কাজ করছেন। তাদের দিয়েই অভিনয় করানো হচ্ছে কারণ যৌনতা নিয়ে তাদের কোনও ছুতমার্গ নেই। জনপ্রিয় পরিচালক কিংবা প্রযোজকদের শয্যাসঙ্গিনী হতেও তারা পিছপা হন না কখনও। আর সেই কারণেই উত্তর ভারতের একাধিক অভিনেত্রীকেই তেলুগু সিনেমায় এখন অভিনয় করতে দেখা যায়।

তেলুগু অভিনেত্রীরা কোনও পরিচালক, প্রযোজকের শয্যাসঙ্গিনী হতে পারেন না বলেই বর্তমানে তারা সেভাবে জায়গা করে নিতে পারছেন না বলেও দাবি করেন শ্রী রেড্ডি। পরিচালক, প্রযোজকরা তেলুগু অভিনেত্রীদের ‘সেক্স ডল’-এ পরিণত করেছেন বলেও অভিযোগ করেন শ্রী। তিনি বলেন, কাজের জন্য কখনও কখনও পরিচালক, প্রযোজক, নায়কের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বিছানা ভাগ করে নিতে হয়।