মাইসুর, ১৬ ডিসেম্বর— সত্যিই তাঁকে এ যুগের ‘শ্রবণ কুমার’ বলা যায়। ইতিমধ্যেই মা চুদারথনাকে নিয়ে স্কুটারে করে ৬১ হাজারের বেশি রাস্তা অতিক্রম করেছেন কৃষ্ণ। ঘুরে ফেলেছেন ভারতের অসংখ্য রাজ্য ও শহর। মায়ের ইচ্ছা পূরণ করতে মাইসুরুর বাসিন্দা কৃষ্ণ কুমার ছেড়েছেন মোটা বেতনের চাকরিও। হবে! তাই মাকে স্কুটারে চাপিয়েই দেশ ভ্রমণে বেরিয়ে গিয়েছেন ।
কৃষ্ণ বলেন, ‘আমার দাদু-ঠাকুমা এবং অন্যান্য আত্মীয়রাও আমাদের সঙ্গে থাকতেন। আমার মা সারা দিন ঘর পরিষ্কার করতেন এবং আমাদের জন্য রান্না করতেন। আমার বাবার মৃত্যুর পর, আমি তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে যাই।’
কৃষ্ণ জানিয়েছেন, এই যাত্রার মাধ্যমে তিনি সন্তানদের মধ্যে বাবা-মায়ের সঙ্গে সময় কাটানো এবং বৃদ্ধ বয়সে তাঁদের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে চাইছেন।
ছেলের সঙ্গে ঘুরতে আসার প্রসঙ্গে গর্বিত হাসি হেসে মা বলেন, ‘‘আমি খুব সন্তুষ্ট। এই সফরে আমি ক্লান্ত বোধ করিনি। চার দেয়ালের মধ্যে আমার অর্ধেক জীবন কাটিয়ে দেওয়ার পরে, আমাদের দেশ দেখার সুযোগটি পাওয়া স্বপ্নের মতো। আর তা সত্যি করেছে আমার ছেলে।’’