• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চলুন এইবারের ক্রিসমাসে বেরিয়ে আসা যাক কোচি 

কেরালা,১৩ ডিসেম্বর — শীতকাল মানেই ছুটির আমেজ।বাঙালির মন এই সময় শুধু ঘুরে বেড়াতে চায়।শীতের সময় যেকোনো জায়গা ঘোরা  যেতে পারে।পিকনিক করা যেতে পারে ,আর তাই এবার ঘুরে আসুন সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর কোচি। কোচিতে বড়দিন উপলক্ষ্যে প্রতিবারই বিশেষ কার্নিভাল আয়োজিত হয়। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত সময়ের মধ্যে আলোয়ে সেজে ওঠে এই জায়গা। ২৩ ডিসেম্বর

কেরালা,১৩ ডিসেম্বর — শীতকাল মানেই ছুটির আমেজ।বাঙালির মন এই সময় শুধু ঘুরে বেড়াতে চায়।শীতের সময় যেকোনো জায়গা ঘোরা  যেতে পারে।পিকনিক করা যেতে পারে ,আর তাই এবার ঘুরে আসুন সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর কোচি। কোচিতে বড়দিন উপলক্ষ্যে প্রতিবারই বিশেষ কার্নিভাল আয়োজিত হয়। বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত সময়ের মধ্যে আলোয়ে সেজে ওঠে এই জায়গা।

২৩ ডিসেম্বর থেকে কোচিতে শুরু হয় এই উৎসবের । আলোর রোশনাইতে স্নান করে কোচির রাস্তাঘাট।
কোচির ভাস্কোডা গামা স্কোয়ার থেকে এই কার্নিভাল শুরু হয়। বিকেল ৪ টে থেকে শুরু হয় কার্নিভাল। এই কার্নিভালে পর্তুগীজ সংস্কৃতির প্রসারই বেশি দেখা যায়। এখানে থাকে, কুস্তি, বিচ ভলিবল, সাইকেল রেসের মতো বিভিন্ন খেলার আসর।
পর্তুগীজ সংস্কৃতি মেনে কোচিতে ৩১ ডিসেম্বরের রাতে পাপ্পানজির কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই পাপ্পানজির দহন ঘিরে কিছুটা ভিড় হলেও কোচিতে গোটা বড়দিনের উৎসব বেশ শান্তিপূর্ণভাবে কেটে যায়।

কোচিতে দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া বেশ খানিকটা রয়েছে এই কার্নিভালে। শুধু তাই নয়, কোচির বিভিন্ন চার্চ যেমন সান্তা ক্রুজ কেথিড্রাল বেসিলিকা, সেন্ট জর্জ ফেরোনা চার্চ রাজকীয়ভাবে সেজে ওঠে বড়দিনের সময়ে।