• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বগটুইয়ে লালন শেখের রহস্য মৃত্যু ঘিরে জাতীয় সড়ক অবরোধ

বীরভূম ,১৩ডিসেম্বর–  লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছে বগটুই । লালন শেখের মৃত্যুর পর তার আত্মীয়রা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভদেখায় । মঙ্গলবার টায়ার জ্বালিয়ে রামপুরহাটের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে লালনের পরিজন ও গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে অস্থায়ী ক্যাম্পের সিবিআই কর্তাদের গ্রেফতার করতে হবে।গণহত্যায় মূল অভিযুক্ত লালনের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকেই তার ঘনিষ্ঠদের

বীরভূম ,১৩ডিসেম্বর–  লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছে বগটুই । লালন শেখের মৃত্যুর পর তার আত্মীয়রা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভদেখায় । মঙ্গলবার টায়ার জ্বালিয়ে রামপুরহাটের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে লালনের পরিজন ও গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে অস্থায়ী ক্যাম্পের সিবিআই কর্তাদের গ্রেফতার করতে হবে।গণহত্যায় মূল অভিযুক্ত লালনের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকেই তার ঘনিষ্ঠদের বিক্ষোভে উত্তাল রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিস।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিরুদ্ধে উঠছে স্লোগান। বিক্ষোভ দেখতে পিছিয়ে নেই তৃণমূলীরাও।বিক্ষোভের জেরে সেখানে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন সিবিআই কর্তারা। অফিস ক্যাম্পাসের ভেতরে সিআরপিএফ ও বাইরে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়।এই বিক্ষোভে যোগ দেন লালনের মেয়েও।

সোমবার রাতেই লালন শেখের স্ত্রী রেশমা বিবি তিন সিবিআই কর্তার বিরুদ্ধে রামপুরহাট থানায় এফ‌আইআর দায়ের করেন। এদিকে জেলা পুলিশ‌ও জানিয়েছে তারা লালনের মৃত্যুর তদন্ত করবে। মঙ্গলবার সকালে সিআইডির একটি টিম রামপুরহাট হাসপাতালে পৌঁছয়। বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই ৩০২ ধারায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তার‌ইমধ্যে অবরুদ্ধ হল জাতীয় সড়ক।