• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেঙ্গলি প্যানোরামা’-তে প্রদর্শনের জন্য ‘আকরিক’ নির্বাচিত হয়েছে

কলকাতা ,১৩ডিসেম্বর — বাংলা ফিচার ফিল্ম ‘আকরিক’ বড় পর্দায় যাওয়ার পথে, ফিল্মটি আনুষ্ঠানিকভাবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব – কেআইএফএফ ২০২২-এ ‘বেঙ্গলি প্যানোরামা’-তে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ভিক্টর ব্যানার্জী-ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমাটি ১৭ ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬.৩০ টায় এবং নজরুল তীর্থে ২১ ডিসেম্বর বিকাল ৫ টায় প্রদর্শিত হবে। আইসবার্গ ক্রিয়েশন এলএলপি দ্বারা প্রযোজিত এবং

কলকাতা ,১৩ডিসেম্বর — বাংলা ফিচার ফিল্ম ‘আকরিক’ বড় পর্দায় যাওয়ার পথে, ফিল্মটি আনুষ্ঠানিকভাবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব – কেআইএফএফ ২০২২-এ ‘বেঙ্গলি প্যানোরামা’-তে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ভিক্টর ব্যানার্জী-ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমাটি ১৭ ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬.৩০ টায় এবং নজরুল তীর্থে ২১ ডিসেম্বর বিকাল ৫ টায় প্রদর্শিত হবে। আইসবার্গ ক্রিয়েশন এলএলপি দ্বারা প্রযোজিত এবং তথাগত ভট্টাচার্য দ্বারা পরিচালিত ‘আকরিক’ হল একজন বৃদ্ধ মানুষ, যিনি প্রথাগত বাঙালি যৌথ পরিবারের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন এবং একটি ছেলে যে তাঁর মায়ের সঙ্গে থাকে– একজন একক পিতা-মাতার মধ্যে সম্পর্কের গল্প। বৃদ্ধ মানুষ এবং ছেলেটি দুজন ভিন্ন প্রজন্মের, তাঁদের চিন্তাভাবনা ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মানসিক বন্ধন গড়ে ওঠে এবং অবশেষে একসঙ্গে একটি দার্শনিক যাত্রাও তাঁরা উপভাগ করেন। ‘আকরিক’ হল একটি পারিবারিক চলচ্চিত্র যা যৌথ পরিবার ব্যবস্থাকে নিউক্লিয়ার ফ্যামিলিতে এবং পিতা-মাতার বিচ্ছিন্ন হওয়ার একটি বৈশ্বিক সমস্যা নিয়ে কথা বলে৷ এটি একটি প্রশ্ন রেখে যায় যে আমরা প্রক্রিয়াটিতে সামাজিকভাবে অগ্রসর হয়েছি নাকি আমাদের শিকড় থেকে দূরে সরে গেছি।’ পরিচালক তথাগত ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা জেনে সত্যিই খুব উচ্ছ্বসিত যে আমাদের চলচ্চিত্র ‘আকরিক’-কে কেআইএফএফ ২০২২-এ বাংলা প্যানোরামাতে প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে।’ দীপক পারেক বলেছেন (ছবির ক্রিয়েটিভ প্রযোজক এবং বিষয়বস্তু নির্মাতা এবং উদ্যোক্তা), ‘এই ছবিটির মধ্যে দিয়ে মানুষের মধ্যে ব্যক্তিবাদী দৃষ্টিভঙ্গির দ্রুত বৃদ্ধি প্রত্যক্ষ করা যেতে পারে এবং যৌথ পরিবারকে যাতে ঐতিহ্যগত, নিখুঁত এবং প্রেমময় হিসাবে দেখা যায়, একই দৃষ্টিকোণ থেকে এটিকে সীমাবদ্ধ, রক্ষণশীল হিসাবেও দেখা যায় ছবির এই মূল বিষয়কে খুব সুন্দরভাবে পরিচালক ছবিতে তুলে ধরেছেন। অনমনীয় আকরিক ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানুষ এবং ১০ বছর বয়সী একটি বাচ্চার মধ্যে বন্ধন চিত্রিত করার সময় এই ধারণাগুলি উপলব্ধি করতে পারবেন দর্শকরা।’
দুটি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা- ভিক্টর ব্যানার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও ছবিতে যে সকল তারকারা রয়েছেন তাঁরা হলেন অনুরাধা রায়, অঙ্গনা বোস, মাস্টার অঙ্কন মল্লিক, সুদেষ্ণা চক্রবর্তী, জয়শ্রী অধিকারী, অনিন্দ সরকার, সুপ্রতিম রায়, , অভিষেক গাঙ্গুলী এবং স্বপ্নাদি। ‘আকরিক’ এবছর গোয়ায় সদ্য সমাপ্ত এনএফডিসি ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছিল।