• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আম খেয়েছে কেন, বলেই তলোয়ারের এলোপাথাড়ি কপি প্রতিবেশী তিন তরুণীকে 

বেঙ্গালুরু, ১১ ডিসেম্বর– প্রতিবেশীর বাগান থেকে আম পেড়ে খেয়েছিলেন, সেটাই অপরাধ। সেই কারণেই তলোয়ার দিয়ে এক কিশোরী সহ তিন প্রতিবেশী তরুণীকে ক্ষতবিক্ষত করে দিল বাগানের মালিক ! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কেরলের আলাপ্পুঝা জেলার কিরিকোড় এলাকায়। অভিযুক্তের নাম জয়েস ওরফে বিজু। সূত্রের খবর, মঙ্গলবার ৪০ বছর বয়সি বিজুর প্রতিবেশী একটি পরিবারের দুই মেয়ে স্মিতা এবং

বেঙ্গালুরু, ১১ ডিসেম্বর– প্রতিবেশীর বাগান থেকে আম পেড়ে খেয়েছিলেন, সেটাই অপরাধ। সেই কারণেই তলোয়ার দিয়ে এক কিশোরী সহ তিন প্রতিবেশী তরুণীকে ক্ষতবিক্ষত করে দিল বাগানের মালিক !

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কেরলের আলাপ্পুঝা জেলার কিরিকোড় এলাকায়। অভিযুক্তের নাম জয়েস ওরফে বিজু। সূত্রের খবর, মঙ্গলবার ৪০ বছর বয়সি বিজুর প্রতিবেশী একটি পরিবারের দুই মেয়ে স্মিতা এবং মিনি, যারা সম্পর্কে পরস্পরের বোন এবং নিতু নামে আরও এক কিশোরী তার বাগান থেকে আম পেড়ে খাচ্ছিল। তা দেখতে পেয়েই খেপে ওঠে বিজু। তলোয়ার নিয়ে স্মিতা এবং মিনির দিকে তেড়ে যায় সে। দুজনকেই এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। তাকে আটকাতে গিয়ে গুরুতরভাবে জখম হয় নিতুও।

চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরাই আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

সূত্রের খবর, স্মিতা এবং মিনির পরিবারের সঙ্গে আগে থেকেই শত্রুতা ছিল বিজুর।