• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নতুনের এন্ট্রি মানতে না পেরে নাকি দেশে ফেরার হুমকি দেন রোনাল্ডো! 

কাতার, ৯ ডিসেম্বর– ৩৭ বছরের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি তাঁর জায়গায় ২২ বছরের র‌্যামোসের অন্তর্ভুক্তি মানতে পারেননি। কোচ ফার্নান্দো সান্টোসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে হুমকি দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেবেন! ফিরে যাবেন দেশে! এক পর্তুগিজ সংবাদমাধ্যমের মহা চাঞ্চল্যকর দাবি তেমনই। স্বাভাবিক ভাবেই এরপর প্রশ্ন উঠে যায়, রোনাল্ডো মহাতারকা হলেও তিনি কি এভাবে নিজেকে দলে রাখতে চেয়ে

কাতার, ৯ ডিসেম্বর– ৩৭ বছরের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি তাঁর জায়গায় ২২ বছরের র‌্যামোসের অন্তর্ভুক্তি মানতে পারেননি। কোচ ফার্নান্দো সান্টোসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে হুমকি দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেবেন! ফিরে যাবেন দেশে! এক পর্তুগিজ সংবাদমাধ্যমের মহা চাঞ্চল্যকর দাবি তেমনই।

স্বাভাবিক ভাবেই এরপর প্রশ্ন উঠে যায়, রোনাল্ডো মহাতারকা হলেও তিনি কি এভাবে নিজেকে দলে রাখতে চেয়ে চাপ সৃষ্টি করতে পারেন? যতই তিনি পর্তুগালের শ্রেষ্ঠ ফুটবলার হোন, কোচের সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য। এই বিতর্কের মধ্যেই মুখ খুলল পর্তুগাল ফুটবল ফেডারেশন। পরিষ্কার জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এক বিবৃতিতে সেদেশের জাতীয় ফুটবল সংস্থার তরফে বলা হয়েছে, ‘ফেডারেশন এটা জানিয়ে দিতে চায় সেলেকাও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার কথা কখনওই বলেননি। ’