দিল্লি,৭ ডিসেম্বর– দিল্লির পুরভোটে ঝাড়ুর দাপটে উড়ে গেল বিজেপি। এই বিজয়ের পর আপ সুপ্রিম কেজরিওয়াল সবার আগে দিল্লির জনতার ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেন নি। জিৎ হাসিলের পর দিল্লিবাসীর উদ্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আই লাভ ইউ টু।’
শেষ পাওয়া খবর পর্যন্ত, আড়াইশ আসনের দিল্লি পুরসভায় আপ জিতেছে ১৩৪টি আসনে। বিজেপি পেয়েছে ১০৪টি। আর কংগ্রেস নেমে গিয়েছে এক অঙ্কে। সাবেক দল পেয়েছে ৯টি ওয়ার্ড। এই সমর্থনকে দিল্লিবাসীর ভালবাসা হিসেবেই দেখাতে চেয়েছেন কেজরিওয়াল। সে কারণেই দিল্লিবাসীর উদ্দেশে বলেছেন, ‘আই লাভ ইউ টু!’
দিল্লিতে যখন কংগ্রেস সরকার চালাত তখনও রাজধানীর নগর প্রশাসন ছিল বিজেপির হাতে। আপের জমানাতেও তার কোনও বদল হয়নি। কিন্তু এবার সেই বিজেপিকে একপ্রকার পর্যুদস্তু করে দিল্লি পুরসভার দখল নিতে চলেছে আপ। বুথ ফেরত সমীক্ষায় আপের জয়ের ইঙ্গিত ছিল। সেটাই কার্যত মিলে গেল ফলাফলে।
দিল্লির তিন পুরসভাকে সংযুক্ত করার পর এবারই ছিল প্রথম নির্বাচন। তাতে দেখা গেল দীর্ঘদিনের বিজেপির দখলে থাকা নগর প্রশাসন ছিনিয়ে নিয়েছে আপ। গতবার বিধানসভা ভোটে বিজেপি-কংগ্রেসকে কার্যত দাঁড়াতেই দেয়নি আম আদমি পার্টি। ৭০টি আসনের মধ্যে তারা জিতেছিল ৬৭টিতে।
এদিন জয়ের পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আপের কাছে এটা শুধু বড় জয় নয়, সেইসঙ্গে বড় দায়িত্ব। দিল্লির মানুষের প্রতি নাগরিক পরিষেবার প্রশ্নে আপ সেই দায়িত্ব পালন করবে।’ কেজরিওয়াল এও বলেন, ‘রাজধানীর পুরপ্রশাসন চালাতে কেন্দ্রীয় সরকারেরও সাহায্য প্রয়োজন। আমি আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ পাব এবং দিল্লির মানুষের কাজ করতে পারব।’