• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

দুর্ঘটনার মুখোমুখি অভিনেত্রী হেতাল যাদব

মুম্বই, ৭ ডিসেম্বর — শিবানী রানার চরিত্রে অভিনয় করা টিভি অভিনেত্রী হেতাল যাদব শুটিং থেকে ফেরার পথে মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সোমবার। একটি ট্রাক তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় হেতাল ড্রাইভিং সিটে ছিলেন। তিনি কোন আঘাত পাননি, তবে দুর্ঘটনাটি তাঁকে নাড়া দিয়েছে। পরের দিন তিনি শুটিং-এ যান। হেতাল ট্যুইট করে বলেছেন, “আমি গতকাল রাত

মুম্বই, ৭ ডিসেম্বর — শিবানী রানার চরিত্রে অভিনয় করা টিভি অভিনেত্রী হেতাল যাদব শুটিং থেকে ফেরার পথে মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সোমবার। একটি ট্রাক তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় হেতাল ড্রাইভিং সিটে ছিলেন। তিনি কোন আঘাত পাননি, তবে দুর্ঘটনাটি তাঁকে নাড়া দিয়েছে। পরের দিন তিনি শুটিং-এ যান। হেতাল ট্যুইট করে বলেছেন, “আমি গতকাল রাত ৮.৪৫ নাগাদ প্যাক আপ করে ফিল্ম সিটি থেকে বাড়ি পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলাম। আমি জেভিএলআর হাইওয়েতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয় এবং ঘর্ষণ হয়। ট্রাকটি আমার গাড়িটিকে ফ্লাইওভারের কিনারার দিকে এমনভাবে ঠেলে দেয়, আমি অল্পের জন্য বেঁচে যাই। কোনওরকম সাহস সঞ্চয় করে ট্রাকের সামনে গাড়ি থামিয়ে আমার ছেলেকে ডাকলাম। আমি তাকে পুলিশকে জানাতে বললাম। সৌভাগ্যক্রমে আমি অক্ষত ছিলাম এবং খুব সকালে সেটে রিপোর্ট করতে হয়েছিল কারণ তারা শোতে একটি গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের জন্য শুটিং করছে এবং আমি অপ্রত্যাশিত পরিস্থিতি সত্ত্বেও আমার কারণে শুটিং বন্ধ হোক এটা আমি চাইনা।’ হেতাল যাদব এর আগে জনপ্রিয় টিভি শো তারক মেহতা কা উল্টা চশমা-র অংশ ছিলেন যেখানে তিনি জ্বলা চরিত্রে অভিনয় করেছিলেন।

Advertisement

Advertisement