• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্কুলে যৌন শিক্ষা অত্যাবশ্যক:অক্ষয় কুমার

মুম্বই, ৬ ডিসেম্বর— অক্ষয় কুমার সম্প্রতি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন, যেখানে তাঁর আসন্ন চলচ্চিত্র সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন তাঁর পরবর্তী প্রকল্প যৌন শিক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অক্ষয় কুমার এমন একজন অভিনেতা যাঁর পরিচয়ের প্রয়োজন নেই। তাঁর কয়েক দশকের বলিউড ক্যারিয়ারই সে কথা বলে। ৩০ বছরেরও বেশি

মুম্বই, ৬ ডিসেম্বর অক্ষয় কুমার সম্প্রতি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন, যেখানে তাঁর আসন্ন চলচ্চিত্র সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন তাঁর পরবর্তী প্রকল্প যৌন শিক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অক্ষয় কুমার এমন একজন অভিনেতা যাঁর পরিচয়ের প্রয়োজন নেই। তাঁর কয়েক দশকের বলিউড ক্যারিয়ারই সে কথা বলে। ৩০ বছরেরও বেশি অভিনয় জীবনে অক্ষয় ধড়কন, হেরা ফেরি, রাউডি রাঠোর, ভুল ভুলাইয়া, হলিডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি, টয়লেট: এক প্রেম কথা, গুড নিউজ সহ ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন এই অভিনেতা। ইভেন্ট চলাকালীন অক্ষয় প্রকাশ করেছিলেন যে তাঁর পরবর্তী প্রকল্প যৌন শিক্ষার উপর ভিত্তি করে হয়েছে। অনুষ্ঠানে অক্ষয় ‘ওএমজি-ওহ মাই গড 2’ সম্পর্কে কথা বলছিলেন। তিনি বলেছেন, ‘এই ছবিটি সমাজের কঠিন বাস্তবকে তুলে ধরবে। যেখানে একজন নাগরিক স্কুলে যৌন শিক্ষা বাধ্যতামূলক এর জন্য আদালতে যান। যৌন শিক্ষা এমন একটি বিষয় যা আমি নিজে চাই বিশ্বের সমস্ত স্কুলে থাকুক। ছবির প্রথম অংশের মতো, সিক্যুয়েলেও একটি সংযোগ থাকবে। লেখক এবং পরিচালক অমিত রাই বুদ্ধিমানের সঙ্গে যৌন শিক্ষার চারপাশে আবর্তিত অস্বাভাবিক পরিস্থিতিতে আদালতের মামলাকে অন্তর্ভুক্ত করেছেন। নির্মাতার সঙ্গে আমিও আত্মবিশ্বাসী যে এটি দর্শকদের প্রেক্ষাগৃহে টানবে এবং এই আলোচনাকে আলোড়িত করবে।’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর এপ্রিল বা মে মাসে। পরবর্তী বহু প্রজেক্ট আছে অক্ষয়ের হাতে। তার মধ্যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, সোরারাই পোত্রুর হিন্দি রিমেক, সর্দার জসবন্ত সিং গিল বায়োপিক, এবং মারাঠি ছবি বেদাত মারাঠে বীর দৌদলে সাত- এর মধ্যে অন্যতম।