• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চলে গেলেন ‘সিটি অব জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের

কলকাতা,৫ ডিসেম্বর —চলে গেলেন ‘সিটি অব জয়’ এর লেখক ডমিনিক ল্যাপিয়ার। কলকাতা শহর নিয়ে লেখা তাঁর উপন্যাস ‘সিটি অব জয়’  যেমন বহু পাঠকের প্রিয়, তেমনই পছন্দ হয়নি অনেকের। পরে যে লেখা অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র তৈরি হয়েছিল। সেই ডমিনিক ল্যাপিয়ের সোমবার বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন। বিশ্বখ্যাত লেখকের স্ত্রী জানিয়েছেন ল্যাপিয়ের কেবল সিটি অফ জয়ের লেখকই নন,

কলকাতা,৫ ডিসেম্বর —চলে গেলেন ‘সিটি অব জয়’ এর লেখক ডমিনিক ল্যাপিয়ার। কলকাতা শহর নিয়ে লেখা তাঁর উপন্যাস ‘সিটি অব জয়’  যেমন বহু পাঠকের প্রিয়, তেমনই পছন্দ হয়নি অনেকের। পরে যে লেখা অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র তৈরি হয়েছিল। সেই ডমিনিক ল্যাপিয়ের সোমবার বার্ধক্যজনিত কারণে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন। বিশ্বখ্যাত লেখকের স্ত্রী জানিয়েছেন ল্যাপিয়ের কেবল সিটি অফ জয়ের লেখকই নন, তিনি ছিলেন ভারত অনুরাগীও। সিটি অফ জয় থেকে যে রয়্যালটি পেয়েছিলেন, তা ভারতের মানবিক প্রকল্পের জন্য দান করেছিলেন। ২০০৮ সালে ডমিনিক ল্যাপিয়েরকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার।