• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ধর্ষিতাদের ক্ষতিপূরণ দিতে দেরি ,কলকাতা হাইকোর্টে রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চের

কলকাতা,৫ ডিসেম্বর — এখনো দেওয়া হয়নি ক্ষতি পূরণের টাকা।ধর্ষণ মামলায় ক্ষতিপূরণ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বসিরহাট দেগঙ্গা গণধর্ষণ মামলায় নির্যাতিতার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এর পরেও কেন নির্যাতিতার পরিবার ক্ষতিপূরণের টাকা পেল না, সে নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আজ ধর্ষণ মামলায় ক্ষতিপূরণ সংক্রান্ত শুনানিতে

কলকাতা,৫ ডিসেম্বর — এখনো দেওয়া হয়নি ক্ষতি পূরণের টাকা।ধর্ষণ মামলায় ক্ষতিপূরণ নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বসিরহাট দেগঙ্গা গণধর্ষণ মামলায় নির্যাতিতার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এর পরেও কেন নির্যাতিতার পরিবার ক্ষতিপূরণের টাকা পেল না, সে নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

আজ ধর্ষণ মামলায় ক্ষতিপূরণ সংক্রান্ত শুনানিতে আবেদনকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জানান,এখনও নির্যাতিতার পরিবার ক্ষতিপূরণের টাকা পায়নি। তাঁর আরও দাবি, গ্রামের বেশিরভাগ রাস্তাতেই বৈদ্যুতিক আলো নেই।ফলে রাত নামলেই নানা অসামাজিক কাজকর্ম ও অপরাধমূলক ঘটনা চলেছে। ধর্ষণের ঘটনাগুলো তারই নিদর্শন।

 রাজ্যের কোথায় কোথায় এখনও বিদ্যুৎ পৌঁছয়নি হাইকোর্ট জানতে চেয়েছে, সম্প্রতি সেই রিপোর্টই আদালতে জমা করে রাজ্য। আদালত সূত্রে খবর, ওই রিপোর্টে দেখা যায়, এখনও রাজ্যের বহু রাস্তায় আলো নেই। তবে কিছু রাস্তায় পথবাতি লাগানো হয়েছে। প্রত্যন্ত গ্রাম-সহ রাজ্যের কোথায় কোথায় বিদ্যুতের অভাব রয়েছে বা বিদ্যুৎ পৌঁছয়নি তা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি তৈরি করেছে কলকাতা হাইকোর্ট।

এদিকে ধর্ষণ কাণ্ডগুলিতে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্যের বক্তব্য, ক্ষতিপূরণ অর্থ দফতরের দায়িত্বে রয়েছে। প্রত্যেক পরিবারকে তিন লক্ষ টাকা করে অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য অর্থ দফতরের দাবি, ক্ষতিপূরণ দিতে আরও সপ্তাহ তিনেক সময় লাগবে। সিরিয়াল নম্বর মেনে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে।