• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পুরুষের মত নারীর একাধিক বিয়েতে সমানাধিকার চান জাভেদ আখতার 

মুম্বই, ৫ ডিসেম্বর–  ‘যদি স্বামী দ্বিতীয়, তৃতীয় বিয়ে করতে পারেন, তাহলে স্ত্রী’কেও সেই অধিকার দিতে হবে।’ এমনটাই দাবি বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের।  তাঁর বক্তব্য, সম্পত্তির উপর নারী ও পুরুষের সমানাধিকার অবশ্যই নিশ্চিত করা দরকার। একই সঙ্গে পুরুষের একাধিক বিয়ে নিয়ে আপত্তি তুলে তুলেছেন তিনি। বলেছেন, ‘যদি স্বামী দ্বিতীয়, তৃতীয় বিয়ে করতে পারেন, তাহলে

মুম্বই, ৫ ডিসেম্বর–  ‘যদি স্বামী দ্বিতীয়, তৃতীয় বিয়ে করতে পারেন, তাহলে স্ত্রী’কেও সেই অধিকার দিতে হবে।’ এমনটাই দাবি বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের।  তাঁর বক্তব্য, সম্পত্তির উপর নারী ও পুরুষের সমানাধিকার অবশ্যই নিশ্চিত করা দরকার। একই সঙ্গে পুরুষের একাধিক বিয়ে নিয়ে আপত্তি তুলে তুলেছেন তিনি। বলেছেন, ‘যদি স্বামী দ্বিতীয়, তৃতীয় বিয়ে করতে পারেন, তাহলে স্ত্রী’কেও সেই অধিকার দিতে হবে।’

একটি সর্ব ভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া জাভেদের সাক্ষাৎকারের এই অংশটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এক দেশ-এক আইন নীতি কার্যকর করতে বিজেপি এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে এগচ্ছে। গোয়া, গুজরাত, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ-সহ হালে একাধিক বিজেপি শাসিত রাজ্য এই নীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে। ওই নীতি কার্যকর হলে মুসলিম, খ্রিস্টান-সহ ধর্মীয় সংখ্যালঘু এবং বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের ব্যক্তিগত বিশেষ আইনের সুবিধা হারাবেন।

উল্লেখ্য, জাভেদের নিজের দুই বিয়ে। প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর উর্দু কবি কাইফি আজমির মেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন তিনি। জাভেদ ও শাবানা অযোধ্যায় মন্দির-মসজিদ বিবাদের নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের রায়ের সমর্থন করেছিলেন। তাঁরা বলেছিলেন, ‘দীর্ঘদিনের একটা বিবাদ মিটল। সর্বোচ্চ আদালতের রায় সকলের মেনে নেওয়া উচিত।’