মুম্বাই,২ ডিসেম্বর —নতুন প্রজন্মের গায়ক জুবিন নৌটিয়াল নিজের ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন।বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে বড়সড় চোট পান তিনি।জুবিন সেইসময় নিজের কাজের জন্য বের হচ্ছিলেন।তড়িঘড়ি শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে জনপ্রিয় গায়ক হিসাবে তার পরিচিতি।তার গাওয়া জনপ্রিয় গান গুলি হলো তুঝে কিতনা চাহনে লগে হুম ,দিল গলতি কর বেয়ঠা হেয়,হুমনাভা মেরে ,ইত্যাদি।জানা গেছে,সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে আচমকাই পড়ে যান জুবিন। তাঁর শরীরের একাধিক জায়গায় চোট লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে। সবরকম শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন গায়কের ডান হাতের কনুই ভেঙেছে, এমনকি পাঁজরেও চিড় ধরেছে।গায়কের অস্ত্র প্রচার হবে বলে জানা গিয়েছে। জুবিনের এই খবর জানার পর থেকেই উৎকণ্ঠা ছড়ায় তাঁর ভক্তমহলে।তার দ্রুত আরোগ্য কামনা করছেন তার অনুগামীরা।
Advertisement
Advertisement
Advertisement



