• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিরল মায়োসাইটিস রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু 

চেন্নাই ,৩০ নভেম্বর — আইটেম গার্ল থেকে সোজা সাফল্যের চূড়ায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু।উঃ অন্তভামামা গান থেকে জনপ্রিয়তা শীর্ষে তিনি।চারিদিক থেকে আস্তে থাকে প্রচুর অফার।ভালোই কাটছিলো সময় সামান্থার। কিন্তু হঠাৎ নিজের শারীরিক অবস্থার দুঃসংবাদ জানতে পেরে সব কিছু একটু থমলে গেল।   বিরল অটো ইমিউন রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ।গত কয়েক মাস ধরেই

চেন্নাই ,৩০ নভেম্বর — আইটেম গার্ল থেকে সোজা সাফল্যের চূড়ায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু।উঃ অন্তভামামা গান থেকে জনপ্রিয়তা শীর্ষে তিনি।চারিদিক থেকে আস্তে থাকে প্রচুর অফার।ভালোই কাটছিলো সময় সামান্থার। কিন্তু হঠাৎ নিজের শারীরিক অবস্থার দুঃসংবাদ জানতে পেরে সব কিছু একটু থমলে গেল।   বিরল অটো ইমিউন রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু ।গত কয়েক মাস ধরেই এই রোগে আক্রান্ত তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সে কথা জানিয়েওছিলেন।শোনা যাচ্ছে, মায়োসাইটিস রোগের উন্নত চিকিৎসার জন্য নাকি দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিচ্ছেন অভিনেত্রী। সেখানেই কয়েক মাস থেকে চিকিৎসা করাবেন তিনি।

  কিছুদিন আগেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে প্রোফাইলে নিজের অসুখের কথা জানিয়েছিলেন সামান্থা। দীর্ঘ পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, মায়োসাইটিস নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। সামান্থা এই রোগের চিকিৎসা করাতে আমেরিকা যাচ্ছেন বলেও শোনা গিয়েছিল।এখন শোনা যাচ্ছে, তিনি  দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।মায়োসাইটিস একরকম বিরল অসুখ যা পেশিতে দেখা দেয়। পেশিতে প্রচণ্ড প্রদাহ বা ইনফ্ল্যামেশন  শুরু হয়। ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে । পেশি অসাড় হতে থাকে। তখন নড়াচড়াও বন্ধ হয়ে যায়।ডাক্তারবাবুরা বলছেন, মায়োসাইটিস একধরনের অটো ইমিউন অসুখ।