ওয়াশিংটন, ২৮ নভেম্বর– আচমকা অন্ধকার নামল আমেরিকার প্রায় ৯০হাজার বাড়িতে। কারণ একটি বিমান দুর্ঘটনা । রবিবার রাতে মন্টগোমরিতে একটি ছোট বিমান ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপরে। এরপরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দ্রুত ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। নাগরিকদের উদ্দেশ্যে তাদের পরামর্শ, বিপদ এড়াতে আপাতত শহরের দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি এড়িয়ে যান।
আমেরিকার একটি নামী সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি ছোট বিমান ভেঙে পড়ে মন্টগোমরিতে। সেটি বিদ্যুতের তারের উপরে ভেঙে পড়ায় আচমকা অন্ধকার নামে গোটা শহরে। এই ঘটনায় মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। স্থানী প্রশাসনের দাবি, বিদ্যুতের তারের উপর বিমান দুর্ঘটনার কারণে প্রায় ৯০ হাজার বাড়ি নিমেষে বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল এলাকায়। বৃষ্টির কারণে দৃশ্যমানতা ছিল না বলেই কি দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটেছিল।